মাগুরা প্রতিদিন ডটকম : চলে গেলেন মাগুরার যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মারুফ আহমেদ মাক্কু ভাই। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে তিনি মাঝাইল রাজধরপুর গ্রামের বাড়িতে মৃত্যু বরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮১ বছর।
মাগুরার যুদ্ধকালিন কমাণ্ডার মারুফ আহমেদ মাক্কু ভাই স্ট্রোক করে গুরুতর অসুস্থ্য হয়ে পড়লে গত সপ্তাহে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় সেখানকার চিকিত্সকরা তাকে বাড়িতে পাঠিয়ে দিলে বৃহস্পতিবার সকালে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন কন্যা, দুই পুত্র ও অসংখ্য গুনগ্রাহি রেখে গেছেন।
তার মৃত্যুতে জেলা মুক্তিযোদ্ধা সংসদ, আওয়ামীলী, বিএনপি, জাতীয়পার্টি, জাসদসহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক সাংস্তৃতিক সংগঠনের পক্ষ থেকে শোক জানানো হয়েছে।
বিকালে আছর নামাজ পর রাষ্ট্রিয় মর্যাদায় স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হবে বল পারিবারিক সূত্রে জানা গেছে।
মুক্তিযোদ্ধা মারুক আহমেদ মাক্কু ভাই মুসলিম রেনেসাঁর কবি ফররুখ আহমেদের ছোট ভাই।