মাগুরা প্রতিদিন ডটকম : বৃহত্তর যশোরের কিংবদন্তি ফুটবলার বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আবু জাহিদ মোহন মঙ্গলবার রাতে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর।
প্রাদেশিক পরিষদ সদস্য (এমপিএ) মরহুম সৈয়দ আতর আলির দ্বিতীয় পুত্র সৈয়দ আবু জাহিদ মোহন দীর্ঘদিন যাবত বার্ধক্যজনিত কারণে অসুস্থ্য ছিলেন। মঙ্গলবার রাত সাড়ে ১০টায় মাগুরা শহরের ইসলামপুর পাড়ায় নিজস্ব বাসভবনে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, চারপুত্র এক কন্যা এবং অসংখ্য গুনগ্রাহি রেখে গেছেন।
ক্রিড়াঙ্গণের এই নক্ষত্রের মহাপ্রয়ানে মাগুরা জেলা আওয়ামীলীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসদ, জেলা মুক্তিযোদ্ধা সংসদ এবং জেলার বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শোক জানানো হয়েছে।
মরহুমের দ্বিতীয় পুত্র ক্রিড়া সংগঠক ও সাবেক কৃতি ফুটবলার বারিক আনজাম বার্কি জানান, বুধবার দুপুর ২টায় শহরের নোমানি ময়দানে মরহুমের নামাজে জানাজা শেষে পৌর কবরস্থানে দাফন সম্পন্ন করা হবে।