মাগুরা প্রতিদিন ডটকম : বিএনপি নেতৃত্বাধিন জেলা জাতীয়তাবাদি আইনজীবী ফেরাম মঙ্গলবার মাগুরায় মানববন্ধন সমাবেশ করেছে।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান এবং জেলা বিএনপির সাবেক সভাপতি কাজী সালিমুল হক কামালসহ সকল রাজণৈতিক নেতাদের সাজার প্রতিবাদে এই মানব বন্ধন ও সমাবেশের আয়োজন করা হয়।
সকাল ১০ টায় জেলা জজ আদালতের সামনে আয়োজিত মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন এডভোকেট কুমুদ রঞ্জন বিশ্বাস, শাহেদ হাসান টগর, কাজী মিনহাজ, ওয়াসিকুর রহমান কল্লোলসহ আরো অনেকে।
বক্তারা অবিলম্বে রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে ঘোষিত রায় প্রত্যাহার ও মুক্তির দাবি জানিয়ে বক্তব্য রাখেন।