মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরায় মুক্তিযোদ্ধা কোটা বহাল রাখার দাবিতে আজ বৃহস্পতিবার দুপুরে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে জেলা মুক্তিযোদ্ধা সংসদ।
বেলা ১২ টায় তারা শহরের নোমানি ময়দান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে। পরে ঢাকা-খুলনা মহাসড়কের ভায়নার মোড়ে প্রায় এক ঘন্টা অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করে।
এ সময় বক্তব্য রাখেন জেলা মু্ক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমাণ্ডার আমিরুল ইসলাম, মু্ক্তিযোদ্ধা জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মুন্সি রেজাউল ইসলাম, মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের সাধারণ সম্পাদক বারিক আনজাম বারকিসহ আরো অনেকে।
বক্তারা দেশগঠনে যাদের অগ্রণি ভূমিকা রয়েছে সেই বীর মুক্তিযোদ্ধাদের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন এবং কোটা বহাল রাখার দাবি জানিয়ে বক্তব্য রাখেন।