মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরায় রবিবার শেখ কামাল ইনডোর স্টেডিয়ামের উদ্বোধন করা হয়েছে। বিকালে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ডক্টর বিরেন শিকদার এমপি ফলক উন্মোচনের মধ্য দিয়ে ৯ শত ৫০ জন দর্শকের ধারণ ক্ষমতা সম্পন্ন এই স্টেডিয়ামের শুভ উদ্বোধন করেন।
জাতীয় ক্রীড়া পরিষদের অর্থায়নে প্রায় ৮ কোটি টাকা ব্যায়ে নির্মিত শেখ কামাল ইনডোর স্টেডিয়ামের উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাগুরা জেলা প্রশাসক মুহ. আতিকুর রহমান, জেলা ক্রীড়া অফিসার সুমন মিত্র, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আলহাজ্ব মকবুল হোসেন, যুগ্ম সম্পাদক রানা আমির ওসমান, সদস্য বাসুদেব কুণ্ডু, সদর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক কাজী সনজয় জামান বিপু সহ আরো অনেকে।
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ইনডোর স্টেডিয়ামের উদ্বোধন শেষে এই স্টেডিয়ামে দুইদিন ব্যাপী টেবিল টেনিস প্রতিযোগিতার উদ্বোধন করেন। যুব ক্রীড়া মন্ত্রণালয়ের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় আয়োজিত এই টুর্নামেন্টে ৮টি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের ৮০ জন প্রতিযোগী অংশ নিচ্ছে।