মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরার শ্রীপুর কম্পিউটার এ্যান্ড ট্রেনিং সেন্টারের প্রথম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে বুধবার আলোচনা সভা, সার্টিফিকেট বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শ্রীপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মসিয়ার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা উত্তর মহানগর কৃষকলীগের সভাপতি মাকসুুদুল ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দি সান এ্যাপরেলস লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর বিশিষ্ট শিল্পপতি রফিকুল ইসলাম, শ্রীপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মামুন হোসেন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আশরাফ হোসেন পল্টু।
এ সময় বক্তব্য রাখেন শ্রীপুর কম্পিউটার এ্যান্ড ট্রেনিং সেন্টারের পরিচালক জুয়েল রানা ও আলোকিত প্রাইভেট স্কুলের পরিচালক জাহিদুল ইসলাম জুয়েল।
আলোচনা সভা শেষে প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠানের পর সফল কোর্চ সম্পন্ন শিক্ষার্থীদের মাঝে সার্টিফিকেট বিতরণ করা হয়।