মাগুরা প্রতিদিন ডেস্ক : শিক্ষক লাঞ্ছনার প্রতিবাদে মাগুরায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা এবং হিন্দু বৈদ্য খ্রিস্টান ঐক্য পরিষদের নেতা-কর্মিরা শুক্রবার কান ধরে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।
দুপুর ১২ টায় তারা শহরের চৌরঙ্গী মোড়ে পুলিশ সুপারের কার্যালয়ের সামনে অনুষ্ঠিত মানববন্ধন শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন মাগুরা জেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি এডভোকেট প্রদ্যুত কুমার সিংহ, সাধারণ সম্পাদক বাসুদেব কুণ্ডু, প্রভাষক শিশির কুমার বিশ্বাস, মাজেদুল ইসলাম ঝন্টু সহ আরো অনেকে।
বক্তারা নারায়ন গঞ্জে শিক্ষক লাঞ্ছনার সঙ্গে জড়িতদের বিচারের দাবি জানান। পরে তারা বিক্ষোভ মিছিল করে জেলা প্রশাসকের কার্যালয়ে স্মারকলিপি পেশ করেন।