মাগুরা শহরের দোয়ারপাড় এলাকায় আধিপত্য বিস্তারের ঘটনা নিয়ে স্থানীয় যুবলীগ নামধারী দুটি পক্ষের সংঘর্ষ চলাকালে নাজমা খাতুন (৩০) নামে এক অন্তসত্ত¡া গৃহবধু বন্দুকের গুলিতে গুরুতর আহত হয়েছে। একই সঙ্গে মিরাজ ও মমিন নামে দুই যুবক গুলিবিদ্ধ হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক।
প্রত্যক্ষদর্শী এলাকাবাসিরা জানিয়েছে, গত ছয় মাস ধরে শহরের দোয়ারপাড় এলাকায় কামরুল ভুইয়া এবং আজিবর গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছে। এই বিরোধের জের ধরে বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টার দিকে প্রতিপক্ষরা কামরুল ভুইয়ার বাড়িতে হামলা চালায়। এ সময় এলোপাতাড়ি ছোড়া গুলিতে কামরুল ভুইয়ার বড় ভাই বাচ্চু ভুইয়ার স্ত্রী নাজমা খাতুনের পেটে এবং মিরাজ (২৮) ও মমিন (৩০) নামে দুই যুবকের পায়ে গুলি লাগে। গুরুতর আহত অবস্থায় তাদের মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্তঃস্বত্ত্বা গৃহবধুর অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছে।
এদিকে এই ঘটনার পরপর কামরুল ভুইয়ার সমর্থকেরা আজিবরের একটি মটর সাইকেল সহ দুটি মটর সাইকেল পুড়িয়ে দিয়েছে বলে যুবলীগ কর্মী আজিবর দাবি করেছে।
উল্লেখ্য, এর আগে বুধবার বিকালে একই ঘটনার সূত্র ধরে আলমগির (২৫) নামে এক যুবক প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হয়েছে। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক।
নতুন করে সংঘর্ষ এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ আসাদুজ্জামান জানিয়েছেন।
প্রতিদিন ডেস্ক