মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরা শহরের দোয়ারপাড়ায় বাবলু সাহার কালি মন্দিরে মঙ্গলবার রাতে প্রতিমা ভাংচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িত সোহেল মীর নামে এক যুবককে আটক করা হয়েছে। সে শহরের থানাপাড়ার বাসিন্দা নাজমুল হাসান ইকু মীরের ছেলে।
রাত ৮ টার দিকে কালি মন্দিরের ভিতর শব্দ শুনে বাবলু সাহার ছোট ভাইয়ের স্ত্রী লিপিকা সাহা সেখানে গিয়ে দেখতে পায় সোহেল মীর নামের ওই যুবক মন্দিরের ভিতর কালি ও শিব প্রতিমাতে ভাংচুর চালাচ্ছে। এ অবস্থায় তিনি বাড়ির অন্যান্যদের সহায়তায় মন্দিরের দরজা বন্ধ করে পুলিশকে খবর দেয়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে তাকে আটক করে।
মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম জানান, প্রতিমা ভাংচুরের সময় এলাকাবাসির হাতে আটক সোহেল মীর একজন চিহ্নিত মাদকাসক্ত যুবক। তবে কী কারণে সেই ওই মন্দিরে প্রবেশ করে প্রতিমা ভাংচুর করেছে এবং এ ঘটনার সঙ্গে আর কারা জড়িত আছে সেই বিষয়ে জিজ্ঞাসাবাদ চলছে।