আজ, শনিবার | ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | সকাল ৯:০১

ব্রেকিং নিউজ :
বৃষ্টির প্রার্থনায় নামাজ পড়ে কাঁদলেন শ্রীপুরের মুসল্লিরা মহম্মদপুরে সড়ক দূর্ঘটনায় শিক্ষকের মৃত্যু মাগুরায় প্রথম ধাপের উপজেলা নির্বাচনের প্রার্থীদের প্রতীক বরাদ্দ মাগুরায় নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জাহিদুর রেজা চন্দন ও নবীব আলী মহম্মদপুরে চেয়ারম্যান পদে ৯ জন শালিখায় ৫ জনের মনোনয়ন পত্র জমা স্মৃতির আয়নায় প্রিয় শিক্ষক কাজী ফয়জুর রহমান স্মৃতির আয়নায় প্রিয় শিক্ষক কাজী ফয়জুর রহমান মাগুরা সদরে উপজেলা চেয়ারম্যান পদে ৭ শ্রীপুরে ৪ প্রার্থীর মনোনয়ন জমা বিশিষ্ট শিক্ষাবিদ ও রাজনীতিক কাজী ফয়জুর রহমানের ইন্তেকাল মাগুরার শ্রীপুরে স্ত্রীকে পিটিয়ে হত্যা!

শ্রীপুর উপজেলা ছাত্রলীগের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরার শ্রীপুর উপজেলা ছাত্রলীগের উদ্যোগে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সড়কের পাশে প্রায় সাড়ে চারশত বৃক্ষরোপন কর্মসূচি হাতে নেয়া হয়েছে।

মঙ্গলবার বেলা ১১টায় সরকারি শ্রীপুর কলেজ চত্বরে কলেজের অধ্যক্ষ নির্মল কুমার সাহা গাছের চারা রোপনের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করেন।

মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাড. সাইফুজ্জামান শিখর প্রদত্ত প্রায় সাড়ে চার শত বিভিন্ন ফলদ ও বনজ ও ঔষধি গাছ উপজেলার ৮ ইউনিয়ন ছাত্রলীগের নেতাকর্মীদের মাধ্যমে রোপন করা হবে।

উদ্বোধনী এ অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপজেলা ছাত্রলীগের সভাপতি সাজ্জাদ হোসেন, সাধারণ সম্পাদক আবদুল রহিম, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি হিরো মোল্যা, হাবিবুর রহমান, ওমর মিয়া, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মহসিন মোল্যা, সুজন বিশ্বাস, আল আমিন, সাচ্চু মিয়া, প্রাচার সম্পাতদক পলাশ শেখ, দপ্তর সম্পাদক সাগর মিয়া, দারিয়াপুর ইউনিয়নের সভাপতি নাজমুল হোসেন রাহুল, নাকোল ইউনিয়নের সভাপতিসহ হাসান রুবেল, কাদিরপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক নেপচুন বিশ্বাসসহ সকল ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ উপস্থিত ছিলেন।

এ বিষয়ে উপজেলা ছাত্রলীগের সভাপতি সাজ্জাদ হোসেন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘গাছ লাগান, পরিবেশ বাঁচান’ কর্মসূচির আওতায় মাগুরা-১ আসনের মাননীয় সংসদ সদস্য এ্যাড. সাইফুজ্জামান শিখরের দেওয়া বিভিন্ন ধরনের সাড়ে ৪ শত গাছের চারা উপজেলার ৮ ইউনিয়ন কমিটির মাধ্যমে রোপন করা হচ্ছে। আগামীতে আরও গাছ লাগানো হবে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology