শ্রীপুর সংবাদদাতা :শ্রীপুর উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের আয়োজনে রবিবার কন্যা শিশু দিবস পালিত হয়েছে ।
দিবসটি উপলক্ষে শ্রীপুর উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শ্রীপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় মুক্ত মঞ্চে আলোচনা সভায় মিলিত হয় । সেখানে শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল আলম এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান,নারগিস সুলতানা, মহিলা বিষয়ক কর্মকর্তা মোছাঃ তাহমিনা আফরোজ, কৃষি কর্মকর্তা মোঃ আতিকুল ইসলাম, সাংবাদিক আশরাফ হোসেন পল্টু, ইউপি চেয়ারম্যান মোঃ মসিয়ার রহমান, প্রধান শিক্ষক আতোয়ার রহমান, অধ্যাপক গোলাম ছরোয়ার ও আওয়ামীলীগ নেতা মোঃ আখেরুজ্জামান ।